“কাতার ঠিক করুন” বলে ইমাম সাহেব এশার নামাযের জন্য দাঁড়ালেন । মুসল্লীরাও দাঁড়িয়ে গেলেন এবং কাতার ঠিক করলেন । উনার ঠিক পেছনেই মুয়াজ্জিন সাহেব দাঁড়ালেন, অাজ এশার অাযান দেবার সময় কেন যেন তার বাড়তি এক অাবেগ কাজ করছিল । অন্যান্য দিনের মতই তিনি ইকামত শেষ করলেন । “অাল্লাহু অাকবার” বলে ইমাম সাহেব নিয়ত বেঁধে তেলাওয়াত শুরু করলেন ।
অন্যান্য দিন থেকে অাজ সূরা ফাতিহা পড়ার সময় কেন যেন বাড়তি অাবেগ কাজ করছিল । হঠাৎ করেই বিকট শব্দে সব অন্ধকার । ইমাম সাহেব জানতেন না এটাই ছিল তার জীবনের শেষ ইমামতি,মুয়াজ্জিন সাহেবও জানতেন না এটাই ছিল তার জীবনের শেষ অাযান, মুসল্লীদের কাছেও তা ছিল অজানা এবং জীবনের শেষ নামাজ । ইসলাম ধর্ম মতে, সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ এবং মসজিদ হলো অাল্লাহর ঘর । প্রতিটি মসজিদ কমিটিকে অাল্লাহর ঘরের প্রতি সবসময় সুদৃষ্টি রাখা উচিত। মৃত্যু তো যেকোনো সময় অাসতে পারে এটাই স্বাভাবিক কিন্তু অাল্লাহর রাস্তায় থাকা অবস্থায় এই মৃত্যু সত্যিই সৌভাগ্যের ।
সাইফুল ইসলাম
শিক্ষক