মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে “ভাদার্ত্তী আলোকিত সংঘ” এর উদ্যোগে কবরস্থান ও রাস্তার আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৪ঠা আগস্ট) পৌর ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী গ্রামের যুব সমাজের উদ্যোগে “ক্লীন ভাদার্ত্তী – গ্রীন ভাদার্ত্তী” প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত- জনকল্যাণমুখী, অরাজনৈতিক ও অমুনাফাভোগী সংগঠন ভাদার্ত্তী আলোকিত সংঘের উদ্যোগে, ২য় দফায় মধ্য ভাদার্ত্তী এলাকায় একটি কবরস্থানের চারপাশে ও একটি রাস্তার দু’পাশে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।
এ সম্পর্কে সংগঠনের সদস্য আলী আল মারুফ অনিক, নাজমুল হুদা জনি ও আমজাদ হুদা রনির সাথে কথা বলে জানা যায়, কালীগঞ্জে শুক্রবার সকালে ২য় দফায় ভাদার্ত্তী আলোকিত সংঘের উদ্যোগে, মধ্য ভাদার্ত্তী এলাকায় একটি কবরস্থানের চারপাশে ও একটি রাস্তার দু’পাশে থাকা আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে। সংগঠনটি ১ম দফায় গ্রামের অন্ধকারাচ্ছন্ন দূর করতে রাস্তায় আলোর ব্যবস্থা করেছিলো।
এ সময় উক্ত কাজে সংগঠনের সদস্য নাদিম ইসলাম ও মোঃ সিয়ামসহ অন্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।