ও শারিকা বুলবুলি দোয়েল, যেয়োনা যেয়োনা ভেসে
শুকনো কড়কড়ে অই পাতাদের সাথে।
সবুজেই আমি অবুঝ হবো
সবুজেই আমি কথা কবো।
জলের কাঁধে সবুজ হয়ে হাসবো
জলের পাঁজরে সবুজ হয়েই ভাসবো।
ও শুক্ল বক সারস, বিলীন হয়োনা হয়োনা
পোড়া মেঘেদের আসমানে।
প্রশান্তির জলটুঙি দেবো, কথা দিলাম…
দেবো সবুজে সবুজ প্রাণ, ভেজা নীল সাদা
আসমান।
মুক্তোদানা মুক্তোদানা গয়না হয়ে, নীল সাদা
সবুজের বায়না মিটিয়ো, হারিয়ে যেয়োনা যেয়োনা
আর।
ও তরঙ্গিণী বিল হাওড়, ভেবোনাতো অতোশতো
কবির কাব্যে বইবেই সুগভীর শান্ত নাব্যধারা।
জলে ডোবা-ভাসা শামুকখোল, চামচঠুঁটি, গুগলি,
ডাহুক, জলপিপিদের কোরোনা কোরোনা আর
ভবঘুরে বিভ্রান্ত।
উদ্বাস্তুদের নির্মল প্রেমালিঙ্গনে হোয়োগো হোয়ো
সমাক্রান্ত।
ও পরিযায়ী বিহগ, মন হারাতে ফিরে ফিরে এসো
কিন্তু।
দূষণ-শোষণহীন লালটিপ আঁকা চিরসবুজ ললাটে
চুম্বন ছুঁয়ে দিয়ে উষ্ণ হাওয়া বেয়ে বেয়ে উড়ে যেয়ো
ক্ষতি নেই।
হিম হাওয়া বেয়ে আবার, আবার উড়ে উড়ে এসো
মন হারাতে।