গাজীপুর অস্ত্র মদ সহ আটক-৪

Slider

48757_b1

 

গাজীপুর: জেলা সদর ও শ্রীপুর উপজেলা থেকে অস্ত্র ইয়াবা ও চোলাই মদ সহ ৪জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর সাকেল।

শনিবার(২৪জানুয়ারী) দুপুরে গাজীপুর সদর উপজেলার হাতিয়াব এলাকার বনগ্রাম ও শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম(২২)। কাপাসিয়া উপজেলার বাইদকোপা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(২৫)। গাজীপুর সদর উপজেলার হাতিয়াব এলাকার বনগ্রামের অনিতা বমন(৪০) ও রুপালী বমন(৩৫)।

মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর সাকেলের পরিদশক মোঃ ফরহাদ হোসেন  ওই তথ্য নিশ্চিত করেন।

অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রাম থেকে নজরুল ইসলামকে একটি বিদেশী পিস্তল সহ আটক করা হয়। জাহাঙ্গীরের নিকট থেকে ১০০পিচ ইয়াবা উদ্ধার হয়। বাকী দুই জনের নিকট থেকে ৩০০লিটার চোলাই মদ ও ৪০০০হাজার লিটার জাওয়া(মদ তৈরীর উপকরণ) জব্দ করা হয়েছে।

এ সকল বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, ফরহাদ।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *