ঢাকা: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা জামানকে কুপিয়ে আহত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ওসি আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে জানান, দিনাজপুরের হাকিমপুর থেকে আসাদুল নামে একজনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
ইসলাম বলেন, “অভিযুক্তকে গ্রেফতার করার সময় পুলিশ এবং র্যাব উপস্থিত ছিল। অভিযুক্তের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ এর মধ্যে।”
আমিনুল ইসলাম জানান, গ্রেফতার করা ওই ব্যক্তিকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়।
এর আগে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছিলেন যে সিসিটিভি ফুটেজে ইউএনও’র ওপর হামলাকারী দু’জনকে দেখা গেছে, যারা শারীরিকভাবে ‘হালকা’ গড়নের হওয়ায় ধারণা করা হচ্ছে যে তারা বয়সে তরুণ।
বুধবার ভোররাতে উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা জামান ও তার বাবাকে ঘরে ঢুকে কুপিয়ে জখম করে দুইজন দুর্বৃত্ত।
পরে মাথায় গুরুতর আঘাত পাওয়া ওয়াহিদা খানমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয়।
গতকাল রাতে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান যে ওয়াহিদা খানমের শরীরের ডান পাশ অবশ হয়ে গেছে। সেসময় তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে চাননি চিকিৎসকরা।
সূত্র : বিবিসি