গাজীপুরে স্কুলেই কোচিং আবার নেই মাস্কেরও বালাই!

জাতীয় টপ নিউজ

গাজীপুর: সরকারীভাবে বন্ধ থাকলেও গাজীপুর মহানগরে একটি স্কুল খোলা, চলছে কোচিং। ক্লাশের মত ব্যাচ করে কোচিং চলছে নিয়মিত। তবে কোচিং-এ উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষক কারো মুখে নেই কোন মাস্ক।

আজ বৃহসপতিবার সরেজমিন গাজীপুর মহানগরের ৪০ নং ওয়ার্ডে অবস্থিত মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে এই দৃশ্য পাওয়া যায়। বিদ্যালয়ের দোতলায় গিয়ে দেখা গেলো ক্লাশ চলছে। পরিচয় দিলেন ক্লাশে থাকা শিক্ষক। নাম তার আক্রাম হোসেন। মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক তিনি।

এই শিক্ষক জানালেন, ক্লাশ বা কোচিং নয়, গাইড লাইন দিতে শিক্ষার্থীদের ডেকে আনা হয়েছে।

শিক্ষার্থীরা বলছে, প্রতিদিন ১৫/২০ জন করে তারা কোচিং করেন। প্রতিজন মাসে দেন এক হাজার টাকা। স্কুলে ১০/১২ টি ব্যাচ পড়ানো হয় দৈনিক।

স্কুলের একজন কর্মচারী( নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, প্রতিদিন ক্লাশ হয়। অংক ও ইংরেজী স্যারেরা ক্লাশ নেন। তাই ডিউটি করতে তাকে নিয়মিত আসতে হয়।

নীচতলায় শিক্ষকদের অফিসে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষক উপস্থিত। স্কুল খোলার মতই তারা অবস্থান করছেন।

তাদের মধ্যে স্কুলের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস বলেন, বিশেষ গাইড লাইন দিতে ডাকা হয়েছিল শিক্ষার্থীদের। এ বিষয়ে কোন রিপোর্ট না করতে অনুরোধ করেন প্রধান শিক্ষক।

স্কুলের প্রধান ফটকের সামনে থাকা দোকানদাররা জানান, স্কুল তো বন্ধ। তবে বাচ্চারা নিয়মিত আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *