রাত যতোটা গভীর হয়
অস্থির মনের ইচ্ছেরা
ডালপালা ছড়ায় রাত্রির উঠোনে,
বিষন্নতার ধূসর রঙ এঁকে দেয় আঁধার ঘেরা রাত্রির ক্যানভাসে
মনে হয় আজ, খন্ড খন্ড মেঘে আকাশ ঢাকা
রাত্রির প্লেটে ডালা সাজিয়ে জ্যোৎস্নার অপেক্ষায় আছে,
হয়তো জ্যোৎস্নার রাত আজ ছড়িয়ে দেবে আলো
নয়তো লুকিয়ে থাকবে মেঘের আড়ালে
এক অদ্ভুত ভালোলাগায় জড়িয়ে থাকবে রাত্রির প্রতিটি প্রহর,
ক্ষণে ক্ষণে বিজলী চমকে উঠে দূর
আকাশে
চারদিক ছড়িয়ে আছে কামিনী ফুলের সুবাসে
এমনও রাতে ইচ্ছে হয় রাত্রির স্বপ্নগুলো কুড়াতে
ইচ্ছে হয় কামিনী ফুলের সুবাসে হৃদয়ের ক্যানভাসে ভালোবাসার রঙ ছড়িয়ে দিতে,
ডুবে যেতে ইচ্ছে হয় তাঁর তীব্র ভালোবাসায়
ইচ্ছে হয় তাঁর উষ্ণ ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে থাকতে,
খেয়ালি বাতাসের চেয়েও চাওয়া ছিলো ভয়ঙ্কর
অপেক্ষার প্রহর ছিলো বড়ই নিষ্ঠুর,
তবুও স্বপ্নের সিঁড়িতে আনমনে আলপনা এঁকেছি
আর স্বপ্নে তাঁর চোখের তারার মাঝে হারিয়ে গেছি