জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়েছে। এতে প্রমোশনের হার ৯৪ দশমকি ৫৮ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে সারা দেশের ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩০ হাজার ২৬৯ পরীক্ষার্থী মোট ২৯৮টি কেন্দ্রে অংশগ্রহণ করে।
প্রকাশিত ফল এসএমএসের মাধ্যমে আজ সন্ধ্যা ৬টা থেকে যেকোনো মোবাইল অপারেটরের মেসেজ অপশনে গিয়ে nuhp2 Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/result ও www.nubd.info থেকে পাওয়া যাবে।