মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) করোনা ভাইরাসের সংক্রমণে আরো একজনের মৃত্যু সহ একজন আক্রান্ত ও একজন সুস্থ্য হয়েছেন।
এ সম্পর্কে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়াড়িখোলো গ্রামের ৯৩ বছর বয়সের একজন বৃদ্ধ স্কয়ার হাসপাতালে মৃত্যু বরণ করেছেন। এ পর্যন্ত উপজেলায় করোনায় ১০ জন মৃত্যু বরণ করেছেন।
তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে গত রবিবার (৩০ আগষ্ট) করোনার যে নমুনা ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, প্রাপ্ত রিপোর্টে তুমুলিয়া ইউনিয়নের নতুন একজন আক্রান্ত ও উপজেলায় একজন সুস্থ্য হয়েছেন।
তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় সংগ্রহ ১৩ টি নমুনাসহ ৩১৩৫ টি নমুনা পরীক্ষায়, ৪৬০ জন পজেটিভ সনাক্ত হয়েছেন। চিকিৎসায় ৪১১ জন সুস্থ্য হয়েছেন। এখনো আক্রান্ত ৩৯ জন চিকিৎসাধীন আছেন।