গাজীপুর সিটিতে বিশুদ্ধ পানি প্রকল্পে সাড়ে ৮ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর

Slider অর্থ ও বাণিজ্য জাতীয়


গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সারফেস ওয়াটার রিটেনশন পন্ড, টিট্রমেন্ট প্লান্ট সহ একটি সম্বনিত পানি সরবরাহের নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের ই আই সি ওয়াটার টেকনোলজি কম্পানির সাথে।

আজ গাছা আঞ্চলিক অফিসে স্বাক্ষর করেন জিসিসির মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। ভারতের পক্ষে আবু জায়েদ মাহমুদ, প্রোপাইটর ই আই সি ওয়াটার টেকনোলজি, দেবাশীষ সরকার,সিনিয়র ম্যানেজার Oin আয়ন এক্সচেন্জ ইন্ডিয়া লিঃ, মোঃ মাসুদুর রহমান টেকনিক্যাল এডভাইজার oin exchange ltd। এ জন্য বরাদ্দ করা হয় ৮ হাজার ৫ শত কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *