জীবনের কল্যাণে সোশাল মিডিয়ার ব্যবহার পজেটিভ হওয়া চাই

Slider তথ্যপ্রযুক্তি

ঢাকা: আধুনিক যুগ কম্পিউটারের যুগ, আর তারই একটি শাখা সোশাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম । পৃথিবীটা যেন এখন হাতের মুঠোয় । তাই বলে তার ব্যবহার যথোপযুক্ত হওয়া চাই । তার জন্য বেশি কিছুর দরকার হয় না,আমাদের ভালো চিন্তা-ধারাই তার জন্য যথেষ্ট । অন্যরা কি করে না দেখে বরং আমি কি করছি তা দেখাই উত্তম ।

সোশাল মিডিয়া ব্যবহারের জরিপে দেখা যায় কল্যাণের চেয়ে অকল্যাণের পরিমাণই বেশি । যদি স্মার্ট ফোনের কথাই ধরি তাহলে দেখা যায় অধিকাংশ কিশোর-কিশোরীরা অপ্রয়োজনে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করছে, ইউটিউবে অশ্লীল গান বা ছবি দেখছে । ফলে তাদের মন্দ চিন্তা ধারা প্রবেশ করতে দেখা যাচ্ছে । অথচ তা না করে যদি শিক্ষা সংক্রান্ত বিষয়,ধর্মীয় এবং জনসচেতনতামূলক বিষয়গুলো ছড়িয়ে দিতে পারলে আমাদের সমাজ এমনকি দেশের চিত্রও পরিবর্তন হয়ে যেত । সুতরাং আসুন আমরা সবাই প্রতিজ্ঞা ও বাস্তবায়ন করি মন্দ কাজে নয়, ভালো কাজে সোশাল মিডিয়ার ব্যবহার চাই ।

লেখক

সাইফুল ইসলাম
শিক্ষক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *