ঢাক্: শূন্য হওয়া জাতীয় সংসদের পাঁচটি আসনের উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি। শনিবার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনে যাওয়ার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আগামীকাল জানানো হতে পারে। বৈঠকের পর দলের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আগামীকাল থেকে পাবনা-৪ আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরুর কথা জানানো হয়। দলীয় সূত্র বলছে, এর মাধ্যমে নির্বাচনে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
বৈঠক সূত্র জানায়, পাঁচটি আসনের উপ-নির্বাচন, ১লা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংগঠনিক কার্যক্রম, খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং উন্নত চিকিৎসাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
বিকেল সোয়া ৫টায় ভার্চুয়ালি দলের নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠক শুরু হয়।
এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকে নিজ নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.আব্দুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহামুদ টুকু।