ঢাকা: একজন নারী শুধু বেঁচে থাকার তাগিদে রাস্তায় রিক্সা চালালে যে সমাজের কিছু যায় আসে না । ধর্ষিত হয়ে ধর্ষেকের বিচার চাইতে গিয়ে যেদেশে আবার ধর্ষিত হতে হয় । দুর্নীতি যেখানে প্রচলিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে । যেদেশে ধর্মীয় শিক্ষালয়ের ওস্তাদ শিশুদের বলৎকার করলে ধর্মের ক্ষতি হয় না । সেদেশে একজন নারী বাইক চালিয়ে নিজের গায়ে হলুদ অনুষ্ঠানে যাওয়াতে ধর্ম এবং সমাজ নষ্ট হবে কেন? সেই নারী বাইকার আক্ষেপ নিয়ে ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল সে লিখেছিল, আমি ফারহানা আফরোজ । বর্তমান ফেইসবুকে খুব ভাইরাল হচ্ছে আমাকে নিয়ে । কিন্তু আমি কি বলেছি আমাকে ভাইরাল করেন? আমি নিজে বাইক চালাই, ঢাকাতে থাকি ইত্যাদি কথা সে লিখেছে যা আমরা সবাই জানি। যেখানে আমাদের প্রধানমন্ত্রী মেয়ে,স্পিকার মেয়ে,শিক্ষামন্ত্রী মেয়ে প্রমুখ দেশ মেয়েরা চালাচ্ছে । সেখানে একজন মেয়ে যে বাইক চালানো জানে, তার বাইক চালানো কেন সমাজ ভালভাবে নিচ্ছে না? নিচ্ছে না মানলাম । কিন্তু তার চরিত্র নিয়ে আজে বাজে কথা কীভাবে সহ্য হয়? পরিশেষে সে বলে, শুধু বাইক চালানো ছবি দেখে সবাই আমার চরিত্রের সনদ দিয়ে দিল!!! এগুলোর বিচার কি হবে?
লেখক
সাাইফুল ইসলাম
স্কুল শিক্ষক