ঢাকা: মার্কিন প্রেসিডেন্টে বারাক ওবামা বহুল প্রতিক্ষীত ভারত সফর করছেন মঙ্গলবার। ওবামার সফর উপলক্ষে সম্ভাব্য সব ধরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ভারত সরকার। এখন চলছে শেষ সময়ের সাজসজ্জার কাজ।
ভারতের যেসব স্থানে ওবামা পরিদর্শন করবেন সেখানকার রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। এমনই একটি এলাকা উত্তর প্রদেশের আগ্রা। ওবামার আগমন উপলক্ষে সেখানে ৬০০ শ্রমিক দিনরাত কাজ করে চলছেন। দৈনিক মাত্র ৩০০ রুপির বিনিময়ে তারা কাজ করছেন।
তবে শুধু অর্থের জন্যই নয়, দেশকে ওবামার মতো বিদেশি মেহমানের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতেই তাদের অবিরাম পরিশ্রম- একথা জানালেন রামজিত নামের এক শ্রমিক।
তিনি বলেন, যদি সবকিছু সুন্দর দেখায় তবে ওবামা নিশ্চয়ই মুগ্ধ হবেন। এতে আমাদের দেশের সুনাম হবে। এখানে পারিশ্রমিক কোনো ব্যাপার না।
এদিকে রাস্তার হোয়াইট লাইন পরিস্কারের পাশাপাশি আগ্রা কর্তৃপক্ষ রাস্তায় গরু, ছাগল ছাড়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কুকুরকে বেঁধে রাখার নির্দেশ দিয়েছে।
তাজমহলের ভেতরেরও চলছে পরিচ্ছন্নতার কাজ। সেখানে ধোঁয়ামোছার কাজে ব্যস্ত কয়েকজন নারীও ওবামার আগমনের কথা জেনে আনন্দিত।
আগ্রা পুলিশের এসপি রাজেশ মোদাক বলেন, ৩ হাজারের বেশি পুলিশ নদীতে টহল দিবেন। এসময় কোনো পর্যটককে তাজমহলে প্রবেশ করতে দেওয়া হবে না।