কালীগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুবলীগের আলোচনা সভা ও দোয়া

Slider বাংলার মুখোমুখি


মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শুক্রবার (২৮ আগষ্ট) বিকাল ৩ টায় বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন উপজেলা আ’লীগের কার্যালয়ে, উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে, জাতীয় শোক দিবস ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল বীর শহীদের আত্মার শান্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়েছে।

উক্ত সভায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস.এম আলমগীর হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে, কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর এবং ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত তৎকালীন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ সকল বীর শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করেন।

এ সময় উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী, সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, পৌর আ’লীগের সভাপতি এস.এম রবিন হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউর রহমান আফরাফী খোকনসহ সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *