মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শুক্রবার (২৭ আগষ্ট) করোনা ভাইরাসের সংক্রমণে ৩ জন আক্রান্ত হয়েছেন।
এ সম্পর্কে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ছাদেকুর রহমান আকন্দ বলেন, কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে গত বুধবার (২৫ আগষ্ট) করোনার যে নমুনা ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, প্রাপ্ত রিপোর্টে ৩ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নাগরী ইউনিয়নে ২ ও তুমুলিয়া ইউনিয়নে ১ জন।
তিনি আরো বলেন, গত ২৪ ঘন্টায় সংগ্রহ ১১টি নমুনাসহ ৩০৯৪ টি নমুনা পরীক্ষায়, ৪৪৮ জন পজেটিভ সনাক্ত হয়েছেন। চিকিৎসায় ৪০৬ জন সুস্থ্য এবং ৯ জন মৃত্যু বরন করেছেন। এখনো আক্রান্ত ৩৩ জন চিকিৎসাধীন রয়েছেন।