ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে সংসদের পরবর্তী অধিবেশনেও সংসদ ভবনে যেতে পারবেন না গণমাধ্যম কর্মীরা। সংসদ সচিবালয়ের থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, আগামী ৬ই সেপ্টেম্বর সকাল ১১টায় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শুরু হবে। আপনারা দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে উপস্থিত থেকে দায়িত্বশীলতার সঙ্গে সংসদ অধিবেশন কাভার করে আসছেন।
কিন্তু করোনা ভাইরাসের এই বিশেষ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে বাজেট অধিবেশনের মত আসন্ন নবম অধিবেশনেও জাতীয় সংসদ সচিবালয় সাংবাদিকদের কার্ড ইস্যু করছে না।
এমতাবস্থায় বাংলাদেশ টেলিভিশন/সংসদ বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার থেকে ফিড নিয়ে জাতীয় সংসদের কার্যক্রম কাভার করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে।