মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলার পূর্ব চান্দনা ও টঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুযায়ী ৫ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, ২৬শে আগস্ট (বুধবার) গাজীপুর জেলার পূর্ব চান্দনা ও টঙ্গী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে, গাজা ও ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা ৫ ব্যক্তিকে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেছেন, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ।
মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ঘটনাস্থলে পাওয়া সকল আলামত, গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের জিম্মায় রাখা হয়েছে।
এ সময় গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শকসহ তার দল এবং মেট্রো পলিটন পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।