রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের তালতলি গ্রামে সংরক্ষিত বনাঞ্চলের পাশে বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধাবার দুপুরে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহাকারী কমিশনার(ভূমি)ফারজানা নাসরিন নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পরিবেশ দূষনের অভিযোগে অবৈধভাবে কয়লা তৈরীর ২৭টি চুল্লি ধ্বংস করে এর কার্যক্রম বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তেলিহাটি ইউনিয়নের হাতয়কারচালা গ্রামে এসআর গ্রুপের সীমানা প্রাচীরের ভিতর পুরাতন ব্যাটারী পুড়িয়ে সিসা তৈরীর কারখানায় অভিযান করে এর কার্যক্রম বন্ধ করা হয়। অভিযানের সময় এসব প্রতিষ্ঠানের মালিক বা শ্রমিক কাউকে পাওয়া যায়নি।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিন,শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা আনিসুল হক প্রমুখ।