টাঙ্গাইলে এক কোচিং সেন্টার সিলগালা ও মালিককে জরিমানা

শিক্ষা


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে সরকারি নির্দেশনা উপেক্ষা করে করোনা পরিস্থিতিতে কোচিং করানোয় এক কোচিং সেন্টার সিলগালা ও সেটির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজকে মঙ্গলবার (২৫ শে আগষ্ট) দুপুরের দিকে টাঙ্গাইল শহরের কলেজ গেইট এলাকায় ফরহাদ ক্যাডেট একাডেমি নামে একটি কোচিং সেন্টারের বিরুদ্ধে এই ব‌্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ও সালাহদ্দিন আইয়ুবী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, “করোনার সময়ে সরকারি সিদ্ধান্তে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, প্রাইভেট কোচিং সেন্টার বন্ধ রাখা হয়েছে। তারপরও টাঙ্গাইল শহরের ফরহাদ কোচিং সেন্টারে সেই নির্দেশ অমান্য করে ছাত্রছাত্রীদের কোচিং করানো হচ্ছিলো। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরের দিকে সেই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া যায়।”

সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোচিং সেন্টার পরিচালনা করায় ১৮৬০ সালের দণ্ডবিধি ১৮৮ এবং ২৬৯ ধারায় ফরহাদ ক্যাডেট একাডেমির চেয়ারম্যান ফরহাদুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা ও কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।

আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *