মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯” অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
২৫শে আগস্ট মঙ্গলবার, গাজীপুরের ভোগড়া বাইপাস সংলগ্ন বাজারের দোকান সমূহে মূল্যতালিকা ও কৃষি বিপণন লাইসেন্স না থাকার অপরাধে এবং আল আমিন বেকারিতে কর্মরত কর্মচারীদের পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যবিধি না মেনে চলায়, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯” অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে, ৩টি মামলায় মোট ১২ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ।
এ সময় উক্ত এলাকায় মাস্ক পড়ার ব্যাপারে জনগনকে সচেতন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সচেতনতা কাজে সার্বিক সহায়তায় ছিলেন, গাজীপুর জেলা বাজার কর্মকর্তা ও জেলা মেট্রো পলিটন পুলিশের সদস্যবৃন্দ।