মির্জাপুরে নকল কেমিক্যাল তৈরির কারখানার মালিক গ্রেফতার

গ্রাম বাংলা


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মির্জাপুরে দেশী বিদেশী ব্যান্ডের কেমিক্যাল তৈরির নকল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাবের একটি দল। আর সেখানে হারপিক, ভিকসল, গ্লাস ক্লিনার, পুটিং, মি. ব্রাসুসহ ৭/৮ প্রকারের দেশী বিদেশী নকল কেমিক্যাল পন্য উৎপাদন ও বাজারজাত করছিলেন তারা।

আজকে সোমবার (২৪ শে আগষ্ট) দুপুরে মির্জাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে সদরের বংশাই রোডের ত্রিমোহন স্যালুঘাট এলাকার কারখানায় টাঙ্গাইল র‌্যাব-১২’র একটি দল অভিযান চালায়। আর এ সময় নকল ও ভেজাল পন্য তৈরি কারখানার মালিক তোফাজ্জল হোসেন (৬০) কে গ্রেফতার করে তারা। তিনি মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক আবদুল মালেক নকল কেমিক্যাল কারখানার মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করেছেন।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী জানান, “তোফাজ্জল হোসেন শাহিনুর কেমিক্যাল কোম্পানী নাম দিয়ে দীর্ঘদিন ধরে দেশী বিদেশী বিভিন্ন নামী দামী কোম্পানীর কেমিক্যাল পণ্য সামগ্রী নকল করে বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কারখানার মালিককে গ্রেপ্তার ও বিপুল পরিমান পন্য জব্দ করা হয়েছে।”

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আবদুল মালেক বলেন, “নকল কেমিক্যাল কারখানার সীলগালা করাসহ মালিক তোফাজ্জল হোসেনকে এক বছরের কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *