গ্রাম বাংলা ডেস্ক: ভিসা ছাড়া অল্পবয়সী ও বয়স্ক বাংলাদেশী নাগরিকদের ভারতে প্রবেশাধিকার দেওয়ার একটি প্রস্তাব তৈরি করেছে ভারত সরকার। কিন্তু উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসাম সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে।
শনিবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন সিঙ্গল এন্ট্রি ভিসাতে বাংলাদেশীদের একাধিকবার ভারতে প্রবেশ ও প্রস্থানের প্রস্তাবও তার সরকার মানতে পারছে না। তবে আসাম থেকে বাংলাদেশ সরাসরি বাস চালু করার ব্যাপারে সায় দিয়েছেন তিনি।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার বাংলাদেশ নিয়ে কয়েকটি প্রস্তাব তার কাছে বিবেচনার জন্য পাঠিয়েছিল, যার মধ্যে একটি প্রস্তাব ছিল কমবয়সী ও বয়স্ক বাংলাদেশী নাগরিকদের ভিসা ছাড়াই ভারতে প্রবেশাধিকারের বিষয়ে।
গগৈ বলছেন ১৮ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়স্ক বাংলাদেশী নাগরিকদের ভিসায় ছাড় দেয়ার সেই প্রস্তাবের কড়া বিরোধিতা করছে তার সরকার।
এছাড়াও বাংলাদেশের নাগরিকরা একবার ভিসা নিয়ে একাধিকবার ভারতে যাতায়াতের প্রস্তাবও দিয়েছিল কেন্দ্র, সেটাতেও আপত্তি তুলেছে আসাম।
প্রতিবেশী বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজন থাকলেও নিরাপত্তার বিষয়টিতেও যথেষ্ট গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেছেন।
গগৈ বলেছেন, নরেন্দ্র মোদী নির্বাচনের প্রচারে আসামে গিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়ে দেয়ার কথা বলেছেন, অথচ প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনিই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে এধরনের প্রস্তাব পাঠাচ্ছেন।
তবে গুয়াহাটি থেকে ঢাকা পর্যন্ত সরাসরি বাস চলাচল আর নদীপথে ট্রানজিট ব্যবস্থা নিয়ে পাঠানো প্রস্তাব দুটিতে আসাম সমর্থন দিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
লোকসভা নির্বাচনে আসামে কংগ্রেসের ভরাডুবির পরে তরুণ গগৈকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত করা হতে পারে বলে কংগ্রেসের একটা সূত্র জানাচ্ছে।
তার মুখ্যমন্ত্রীত্বই যখন অনিশ্চিত, সেই সময়ে একটা গুরুত্বপূর্ণ প্রস্তাবের কড়া বিরোধিতা আসামের রাজনৈতিক বিশ্লেষকের কাছে আশ্চর্যের বিষয়।
অন্যদিকে আসামের জাতীয়তাবাদী ছাত্র সংগঠন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন বা আসুও কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
ভারত সরকার প্রতিবেশীদের সাথে সম্পর্ক দৃঢ় করার যে উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের জন্য ভিসা ব্যবস্থায় ছাড় দেয়ার প্রস্তাবও সেই উদ্যোগেরই অংশ ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ সফরে যাচ্ছেন।
সূত্র : বিবিসি