ঢাকায় উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন নুর!

Slider জাতীয় টপ নিউজ


ঢাকা: ঢাকা-৫ অথবা ১৮ আসনে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। নুরুল হক নুর বলেন, দেশেতো এখন নির্বাচন বলতে কিছু নেই। সরকার নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। ভোট ছাড়াই জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো হচ্ছে। এখন ভোট বা নির্বাচন নিয়ে খুব একটা আগ্রহ নেই। মানুষ আতঙ্কে ভোট কেন্দ্রে যায় না। আমরা সবসময় বলে এসেছি বর্তমান পরিস্থিতির পরিবর্তনে জনগণকে এগিয়ে আসতে হবে।

নির্বাচন একটা মাধ্যম, জনগণ ব্যালট বিপ্লব ঘটাতে পারে, ভোট ডাকাতি প্রতিরোধ করতে পারে। আমার সংগঠনের নেতাকর্মীরা চান আমি যেন ঢাকার দুটি আসনের অন্তত একটিতে নির্বাচন করি। আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে আমার সহযোদ্ধারা সবাই যদি চান আমি ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *