নওয়াজের দলে যোগ দিচ্ছেন বিলাওয়াল!

Slider রাজনীতি

103633_bilawal-bhutto-zardari_3

পাকিস্তানের সিন্ধু প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী আরবাব গোলাম রাহিম বৃহস্পতিবার সংবাদমাধ্যমে বলেছেন, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি শিগগিরই প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগে (পিএমএল-এন) যোগ দিতে যাচ্ছেন। তার এই মন্তব্যে দেশটিতে ব্যাপক হইচইয়ের সৃষ্টি হয়েছে।

সিন্ধু আইন পরিষদের বাইরে মিডিয়ায় কথা বলার সময় তিনি তার এই অভিমত প্রকাশের কারণ হিসেবে সাংবাদিকদের স্মরণ করিয়ে দেন, পাকিস্তান মুসলিম লিগ-ফাংশনাল (পিএমএল-এফ) প্রধান পির পাগারা বলেছিলেন যে বিলাওয়াল তার পারিবারিক দলটি ত্যাগ করতে যাচ্ছেন।

এর আগে খবর প্রকাশিত হয়েছিল, সাবেক প্রেসিডেন্ট ও দলের কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির সাথে বিলাওয়ালের বিবাদ চলছে। অনেক বিষয়েই বাপ-ছেলের বনিবনা হচ্ছে না।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *