
গাজীপুর: আসন্ন শ্রীপুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের সম্ভাব্য মনোনয়ন প্রার্থীদের দৌঁড়ঝাপ চলছে। দেশের দ্বিতীয় বৃহৎ শ্রীপুর পৌরসভায় আ.লীগের মনোনয়ন চান পৌর আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল।
জানা যায়, ছাত্রজীবন থেকে তিনি আ.লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৪০ বছরের রাজনৈতিক জীবনে দলের জন্য নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে পৌর আ.লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবনের যাত্রা শুরু করেন। এরপর জাতির জনক বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, একটি জাতির মুক্তির প্রদর্শক ‘ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, দুঃখী বাঙালির মুখে হাসির স্বপ্ন লালন করে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বন্ধবন্ধুর দার্শনিক পথের অনুসারী হয়ে যার ঐতিহাসিক ৭ মার্চের পৃথিবী কাঁপানো একটি জাতির মুক্তির দিকনির্দেশনামূলক ভাষণ শুনে বন্ধবন্ধুর সেই বজ্রকণ্ঠ যার রাজনৈতিক চেতনাকে শ্বানিত করে। যে কারণে ৯ম শ্রেণিতে অধ্যয়নকালে ১৯৮১ সালে স্কুল কমিটির সভাপতি হিসেবে শ্রীপুরের ঐতিহ্যবাহি আলহাজ্ব ধনাই বেপারি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ছাত্র রাজনীতির শুরু করেন শ্রীপুর পৌর মেয়র প্রার্থী রফিকুল ইসলাম মন্ডল বুলবুল।
রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শের একজন বলিষ্ঠ সৈনিক ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজ দল বাংলাদেশ আ.লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। মনোনয়ন পেলে অবশ্যই নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচিত হলে শ্রীপুর পৌরসভাকে দেশের মধ্যে অনিয়ম দুর্নীতি ও মাদকমুক্ত মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।
বুলবুলের ফেসবুক ওয়ালে বলা হয়েছে,
প্রকৃতপক্ষে রফিকুল ইসলাম মন্ডল বুলবুল এর রাজনীতির দর্শনই হলো শ্রীপুরের জনমানুষের কল্যান সাধন করা। তিনি সেই তৃণমূল থেকে রাজনীতি করে আসছেন। রাজনীতিতে এসেছিলেন রাজনৈতিক অভিবাবক, শ্রীপুরের গণমানুষের নেতা এডঃ রহমত আলী এমপি (সাবেক মন্ত্রী) মহোদয়ের হাত ধরে। এটাও সত্য, আজকের এই রাজনীতি জাতির পিতার আদর্শের, এডঃ রহমত আলী এমপি মহোদয়ের আশীর্বাদের। চেষ্টা করেছেন নিজেকে উজার করে দিতে মানুষের কল্যানে, মানুষের সেবায়। জানা সত্বে কখনো কারোর কোনো অনিষ্ট করেননি। বিশ্বাস করেছেন, শ্রীপুরের রাজনীতি হবে সহনশীল আর তা সম্ভব করতেও পেরেছেন। আর রাজনীতিতে প্রতিপক্ষই থাকতেই পারে সেক্ষেত্রে সহবস্থান স্পটত। তিনি বিশ্বাস করেন, বরাবরের মত শ্রীপুরবাসির ভালোবাসা অব্যহত থাকলে শ্রীপুরের জন্য আরো অনেক কিছুই করা সম্ভব। তার ধ্যান-জ্ঞান, চিন্তা-চেতনা, শ্রীপুরের জন্য শ্রীপুরের জনগনের জন্য। এই জনপদ প্রাণের, জাগ্রত নাড়ীর অস্ত্বিত্বের অহংকার।
