সৌদির বাদশা মারা গেছেন ভাই নতুন বাদশা

Slider সারাবিশ্ব

Salman_bg_586264543

ঢাকা: সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিয়ম অনুযায়ী যুবরাজ (ক্রাউন প্রিন্স) সালমান বিন আব্দুলআজিজ বিন আব্দুল রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল সৌদ বাদশা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯৩৫ সালের ৩১ ডিসেম্বর সৌদি রাজপরিবারে জন্মগ্রহণ করেন সালমান। তার বাবার নাম আব্দুল আজিজ আল সৌদ ও মায়ের নাম হাসসা বিনতে আহমেদ আল সুদাইরী। সালমান সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর আপন ভাই।
Soudi_badsha_bg_724949007

সৌদির নতুন বাদশা তার পরিবারের সদস্যদের প্রতি আব্দুল্লাকে শেষ দেখা ও তার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

সেই সঙ্গে মুকরিনকে নতুন ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়েছে। সালমানের পরে মুকরিন হবেন সৌদির বাদশা।

এর আগে সৌদি আরবের বাদশা আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ আল সৌদ মারা  যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।।

শুক্রবার মধ্যরাতে  ৯০ বছর বয়সী আব্দুল্লাহ  হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে দেশটির  রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষণায় জানানো  হয়েছে।

ঘোষণার আগে সৌদি টিভিতে কুরআনের আয়াত পাঠ প্রচার করা হয়, যা দেশটির রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যুর প্রতি ইঙ্গিত করে।

আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন। এজন্য কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০০৫ সালে রাজসিংহাসনে আরোহণ করা এই ব্যক্তি গত কয়েক বছর ধরে প্রায়ই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

বাদশা আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রীয় টিভির ওই ঘোষণায় জানানো হয়েছে। বাদশা আব্দুল্লাহর অনুপস্থিতিতে প্রিন্স সালমান গত বেশ কিছু দিন ধরেই ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রীয় ঘোষণায় আরো জানানো হয়েছে, ৭৯ বছর বয়সী প্রিন্স সালমান নতুন বাদশা হওয়ায় নতুন ‘ক্রাউন প্রিন্স’ হিসেবে সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।

ঘোষণার আগে সৌদি টিভিতে কুরআনের আয়াত পাঠ প্রচার করা হয়, যা দেশটির রাজপরিবারের কোনো জ্যেষ্ঠ ব্যক্তির মৃত্যুর প্রতি ইঙ্গিত করে।

আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণ জনিত সমস্যায় ভুগছিলেন। এজন্য কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ২০০৫ সালে রাজসিংহাসনে আরোহণ করা এই ব্যক্তি গত কয়েক বছর ধরে প্রায়ই স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন।

বাদশা আব্দুল্লাহর মৃত্যুর পর তার ভাই প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রীয় টিভির ওই ঘোষণায় জানানো হয়েছে। বাদশা আব্দুল্লাহর অনুপস্থিতিতে প্রিন্স সালমান গত বেশ কিছু দিন ধরেই ভারপ্রাপ্ত বাদশার দায়িত্ব পালন করে আসছিলেন।

রাষ্ট্রীয় ঘোষণায় আরো জানানো হয়েছে, ৭৯ বছর বয়সী প্রিন্স সালমান নতুন বাদশা হওয়ায় নতুন ‘ক্রাউন প্রিন্স’ হিসেবে সদ্য প্রয়াত বাদশা আব্দুল্লাহর সৎ ভাই মুকরিন বিন আব্দুল আজিজের নাম ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *