নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীর দিন বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে স্থানীয় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে ক্ষোভ জানিয়েছেন শোকাহত বঙ্গবন্ধু প্রেমী সাধারণ মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা। এঘটনায় বিএনপির নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল হক মাদবর ও গাজীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু অভিযোগ করে বলেন, উপজেলার জৈনাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে গত ১৫ আগষ্ট বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠান পালন করে দোয়া মাহফিল করেন। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতেও বসে নেই। জাতির পিতাকে বিভিন্ন ভাবে ছোট করতে নোংরা কাজে লিপ্ত রয়েছে। তাই প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এদিকে, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পৃথক আরেকটি সংবাদ সম্মেলন সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল ইসলাম তালুকদার অভিযোগ করেন, স্থানীয় কতিপয় আওয়ামীলীগের সাহসে তারা জাতির শোকের দিনে বিএনপি চেয়ারপার্সনের কথিত জন্মদিন পালন করতে সাহস পেয়েছেন। শোকের দিনে জন্মদিন পালনকারী বিএনপি জামাত চক্রের শাস্তির জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামলীগের সভাপতি দুলাল, গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন আলম, গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল, গাজীপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুলতান মো. সিরাজুল ইসলাম প্রমুখ।