‘সংকট উত্তরণের একমাত্র পথ গ্রহণযোগ্য নির্বাচন’

টপ নিউজ

60275_khon

গ্রহণযোগ্য নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের একমাত্র পথ বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। আজ দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বর্তমান চরম অবস্থা থেকে দ্রুত উত্তরণে সরকারকে আন্দোলনরত দলগুলোর সঙ্গে অর্থবহ সমঝোতার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের ডাকে বাংলাদেশের মানুষ সাড়া দিয়ে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করছে। তাই এ সংকট উত্তরণের একটি মাত্র পথ হলো সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের মধ্য দিয়ে বৈধ সরকার গঠন। জনগণের গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করে জনসমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

খন্দকার মাহবুব আরও বলেন, সরকারের সব হুংকার, দমন-নির্যাতন, গণহারে আন্দোলনরত দলগুলোর নেতাদের গ্রেপ্তারের মুখেও অবরুদ্ধ ২০-দলীয় জোটের নেত্রীর শুধু একটি আহ্বান জনগণের ভোটের অধিকার আদায়। গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *