কক্সবাজারর: মেজর (অবঃ) সিনহা হত্যা মামলায় সন্দেহজনক ও পুলিশের দায়ের করা মামলার সাক্ষী র্যাবের হাতে গ্রেফতার ৩ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন।
র্যাবের আবেদনের প্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
বাদি পক্ষের আইজীবি এড. মোঃ মোস্তফা সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি জানান, আটকের পর এই ৩ জন আসামীকে মঙ্গলবার বিকেলে কক্সবাজার আদালতে আনা হয়। সরকারি ছুটিকালীন দায়িত্বে থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
একই সাথে মেজর (অবঃ) সিনহা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এই ৩ জন আসামীর প্রত্যেকের জন্য ১০দিনের করে রিমান্ড আবেদন করেন র্যাব। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাং হেলাল উদ্দিন আজ বুধবার রিমান্ড আবেদন শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।
এই ৩ জন সন্দেহজনক আাসামী ৩১জুলাই রাতে মেজর (অবঃ) সিনহা মোঃ রাশেদ হত্যাকান্ডের পর পুলিশের দায়েরকরা ২টি মামলার এজাহারভুক্ত সাক্ষী হিসাবে নাম আছে।।