গাজীপুরে পছন্দমত ভারপ্রাপ্ত অধ্যক্ষ করায় ঈদের আগে বেতন বোনাস পায়নি কেউ! শিরোনামে ৩০ জুলাই গ্রামবাংলানিউজে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন কলেজ কর্তৃপক্ষ।
প্রতিবাদে বলা হয়, পছন্দমত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ করা হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মেনে বিধি সম্মতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ হয়। কিন্তু মাউশি তা না মেনে বেতন বন্ধ করে দেয়। এ ছাড়াও শিক্ষা মন্ত্রনালয়ের ২০১১ সালের একটি প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের নীতিমালাকে সমর্থন করা হয়েছে। সুতরাং পছন্দমত ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ হয়নি, বিধিসম্মতভাবে হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: সংবাদটি সঠিক ছিল। ঈদের আগে বেতন না পাওয়াকে প্রাধান্য দিয়ে সংবাদটি করা হয়েছে। মাউশি কর্তৃক কলেজের বেতন বন্ধ করার খবর সঠিক। মাউশি ও জাতীয় বিশ্ব বিদ্যালয়ের দুই ধরণের বক্তব্য থাকায় বিভ্রান্তি তৈরী হয়েছে। এতে সংবাদের সত্যতা অটুট আছে।