ঢাকা: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন তার মা নাসিমা আক্তার। তবে বিচার প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেছেন, বিচারবহির্ভূত হত্যা যেন আর না হয়। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সিনহার মা বলেন, বলায় নয় কর্মে বিশ্বাসী ছিল আমার ছেলে। দেশকে নিয়ে অনেক ভাবতো। ছেলে আমাকে বলতো, আম্মা আমরা যদি দেশে ভালো কিছু রেখে যাই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা অনুসরণ করবে। তিনি আরো বলেন, সিনহা সবসময় ক্রিয়েটিভ কাজ করতে চাইতো, সবসময় সারপ্রাইজ দিতে চাইতো কাজের মাধ্যমে। ও বলতো, আমি আমার মনের খোরাকের জন্য কাজ করি যাতে মানুষ উপকৃত হয়।
সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় কক্সবাজার পুলিশ সুপারের (এসপি) প্রত্যাহার চায় রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া)। আজ দুপুরে সংগঠনটির চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার এ দাবি জানান।