গ্রাম বাংলা ডেস্ক: সীতাকুণ্ডের কুমিরায় ক্ষতিগ্রস্ত রেলসেতুটি মেরামতের পর ট্রেন চলাচলের জন্য তা খুলে দেয়া হয়েছে। অতিবর্ষণে পাহাড়ি ঢলে রেলসেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চার ঘণ্টা চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
চট্টগ্রাম রেলওয়ে অনুসন্ধান বিভাগ থেকে জানানো হয়, রেল চলাচল বন্ধ হওয়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে।
পূর্ব রেলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই সংবাদমাধ্যমকে বলেন পাহাড়ি ঢলের কারণে সেতুটি নড়বড়ে হয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ রাখা হয়।
গত বছরও পাহাড়ি ঢলে রেলসেতুটি ভেঙে গিয়েছিল।