মাস্ক-পিপিই কেলেঙ্কারি ও রিজেন্ট অনিয়ম অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আগামী ১২ ও ১৩ই আগস্ট তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্পনা মন্ত্রনালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমডি এর সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জাম ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা হবে।