অনির্দিষ্টকালের অবরোধে রাজধানীর কমলাপুরের মানিকনগর ও রামপুরার কাঁচাবাজারের কাছে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কমলাপুরের মানিকনগর ডিপোতে রাখা একুশে পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো- ব ১৪-৫৬৬৪) আগুন দেয়া হয়। এতে করে বাসটি একবারেই পুড়ে যায়। অপরদিকে, রামপুরার কাঁচাবাজার এলাকায় সাতটা ৪০ মিনিটের দিকে সুপ্রভাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ ১১-৩০০০) আগুন দেয় দুর্বৃত্তরা। এতে করে বাসটির পেছনের সিটসহ বেশকিছু অংশ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উভয় বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।