গাজীপুর: করোনার মাঝেই বন্যার হানায় নগরবাসীর দুর্ভোগ লাগবে বানভাসী মানুষদের কাছে খাবার নিয়ে ছুটে চলছেন জিসিসির মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম।
গত কয়েকদিন ধরেই তিনি ত্রাণ বিতরণের কাজ করছেন।
জানা যায়, চলমান বন্যায় গাজীপুর মহানগরের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ি ও ফসলের মাঠ সহ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বন্যায়। বন্যার পানিতে আটকে পড়া মানুষের খাবার দিতে মেয়র নিজেই ছুটে চলছেন বানভাসী মানুষদের কাছে। বানভাসী মানুষেরা যেন না খেয়ে না থাকে সে জন্য তিনি একটি নিয়ন্ত্রন কক্ষও করেছেন। যে কোন বানভাসী মানুষ নিয়ন্ত্রন কক্ষে খবর দিলেই পৌঁছে যাবে খাবার।
এ ছাড়া খাবারের পাশপাশি পানি নেমে গেলে ক্ষতিগ্রস্থ মানুষের পুনর্বাসনে মেয়র সকল ধরণের ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জিসিসির মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম জানিয়েছেন, করোনা মোকাবেলায় আমরা সক্ষম হয়েছি। করোনার মতই বন্যা মোকাবেলায় আমরা সক্ষম হব ইনশাল্লাহ। তিনি মাননীয় প্রধামন্ত্রীর নির্দেশে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আছেন এবং সব সময় থাকবেন বলে জানান।