বাংলাদেশের রাজনৈতিক সহিসংতার মহামারী গত কয়েকদিনে চরম আকার ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশীয় বিষয়ক প্রতিনিধি দল। ইপি’র বিবৃতিতে বলা হয়, বাকস্বাধীনতা, সভা-সমাবেশ ও আন্দোলনের অধিকারসহ মৌলিক অধিকারসমূহকে নির্বিশেষে সব রাজনৈতিক শক্তিকে শ্রদ্ধা করতে হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল এ পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ইপি দৃঢ়ভাবে আশা পোষণ করে, বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ও উন্নয়নকে আরও বিপদের সম্মুখীন না করতে সরকারি ও বিরোধী উভয় দলই প্রকৃত সংলাপে বসবে।