কলকাতা: সোমবার ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দেখে যে স্বস্তি এসেছিলো তা মিলিয়ে যেতে চব্বিশ ঘণ্টার বেশি সময় লাগলো না। মঙ্গলবার ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ঊনপঞ্চাশ হাজার দুশো বিরানব্বই জন। মৃত্যু হয়েছে সাতশো একাশি জনের। ভারতে একদিনে মৃত্যুর নিরিখে এটিই সর্বোচ্চ। এর আগে চব্বিশ জুলাই মারা গিয়েছিলেন সাতশো সাতান্ন জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পনেরো লক্ষ ত্রিশ হাজার তিনশো বিরানব্বই। এর মধ্যে মৃত্যু হয়েছে চৌত্রিশ হাজার একশো একানব্বই জনের। করোনা ভারতে কত দ্রুত ছড়াচ্ছে তার প্রমাণ শেষ বারোদিনে পাঁচ লক্ষ মানুষের সংক্রমিত হওয়া।
সংখ্যার বিচারে করোনা আক্রান্তের তালিকায় ভারত এখন বিশ্বে তিন নম্বরে। ভারতের আগে আছে আমেরিকা ও ব্রাজিল। পরে রাশিয়া। একটাই সান্ত্বনার প্রলেপ, ভারতে সুস্থতার হারও বাড়ছে।