টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১০ জনকে আর্থিক জরিমানা

Slider গ্রাম বাংলা


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ কোভিড-১৯ (করোনা ভাইরাস) মহামারীতে টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে ৭ হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ ই জুলাই) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান ও মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান জানিয়েছেন, “জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আতাউল গনির নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ভ্রাম্যমাণ আদালত করা হয়। মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে সাত হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।”

উল্লেখ্য যে, দন্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মাইকিং করে জন সাধারণকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *