লন্ডন: বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট (ইউপি)। একই সঙ্গে সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইউপি অধিবেশনে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এ আহবান জানানো হয়।
এ অধিবেশনে কম্বোডিয়া, লাওস ও বাংলাদেশ এ তিন দেশ নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ বিষয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা বলেন, আন্দোলনের নামে চলমান সহিংসতা দেশটির দৈনন্দিন জীবনধারা পঙ্গু করে দিয়েছে। দেশটির রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক ঐতিহ্য টিকিয়ে রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি চালু রাখতে হবে।
এ সময় সহিংসতায় জড়িত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানান তারা।
গ্রেফতারকৃত নিরাপরাধ বিরোধী রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা।
তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা সৃষ্টিতে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।