ঢাকা: দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে ব্যবসার খারাপ সময় যাচ্ছে। তারপর ঈদ উপলক্ষে শ্রীপুর বাজারের একমাত্র রাস্তা ডিবি রোডে কচ্ছপ গতিতে চলছে রাস্তা নির্মান কাজ। অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন বনলতা সুপার মার্কেট, দুলুখান সুপার মার্কেট,বনলতা সুপারমার্কেট (২) সহ শ্রীপুর বাজারের ব্যবসায়ীরা।
আর রাস্তার ওপাশে রয়েছে অগ্রণী ব্যাংক,কৃষি ব্যাংক,কর্মসংস্থান ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
বাজারের ব্যবসায়ীরা বলেন, এমনিতেই করোনায় আমারা নিজেই চলতে পারছি না।তারপর ঈদ উপলক্ষে আমারা আমাদের মার্কেটে নেই ক্রেতা সারা দিন বসে থেকে সময় কাটাচ্ছি। এই রাস্তার জন্য আমরা বিরাটা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। রাস্তার নির্মানকারী প্রতিষ্ঠান চেষ্টা করলে আরও দ্রুত সময়ের মধ্য এই কাজ সম্পূন্ন করতে পারত।গত কদিন যাবত এই রাস্তা পাড় হতে গিয়ে মহিলা, শিশু ও বৃদ্ধ সহ অনেকেই পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়েছে। ব্যবসায়ীরা দিনে মার্কেটে যাত্রি চলাচল ব্যবস্থা স্বাভাবিক রেখে রাতে কাজ করতে ও দ্রুত সময়ে মধ্যে কাজ শেষ করার দাবী জানান।
আরিফ মন্ডল
শ্রীপুর- গাজীপুর