ঢাকা: বাংলাদেশ পুলিশ মাদক বিরোধী অভিযানঃ সারাদেশে ৭ দিনে ২০৫৩ মামলায় ২৮৬৩ জন গ্রেফতার, ব্যাপক উদ্ধার
মাননীয় প্রধানমন্ত্রীর শুন্য সহনশীলতা এবং আইজিপি’র প্রাধিকারভুক্ত কার্যতালিকায় দেশমাতৃকাকে মাদকমুক্ত করার চলমান অভিযান দিনের পর দিনে আরো জোরদার হচ্ছে, সম্মিলিত শক্তিতে এগিয়ে চলছে।
গত ০৭ দিনে পুলিশ কর্তৃক ১৯০৪ টি মামলায় ২৭০৮ জন মাদক কারবারী ও সেবনকারী গ্রেফতার হয়েছে। চলতিমাসে ১৯ থেকে ২৫ জুলাই ২০২০ পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক দায়েরকৃত এসব মামলায় ৪,৬৬,০৭২ পিছ ইয়াবা,৯৯৩০ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৫৯৭ গ্রাম হেরোইন, ২০৮৮ কেজি গাঁজা, ১২০৭ লিটার দেশি মদ এবং ২১১ বোতল বিদেশীমদ উদ্ধার হয়েছে। তুলনামুলক পর্যবেক্ষনে দেখা যায় গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে উদ্ধার, গ্রেফতার ও মামলার সংখ্যা বেড়েছে গুনগতভাবে।
বাংলাদেশকে মাদকমুক্ত করতে আইজিপির প্রাধিকারভুক্ত এই কার্যক্রম দিনের পর দিনে অধিকতর গতিশীলতার সাথে বেগবান হচ্ছে, প্রান্ত থেকে কেন্দ্রে, সর্বত্র ; সুচারু ও সমন্বিতভাবে।
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বাংলাদেশ পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তি