উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন

Slider রাজনীতি

মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, উত্তরা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল (২৫ জুলাই) বিকেলে উত্তরা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েলের ব্যবস্থাপনায় কর্মসূচিটির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর সহ-সভাপতি মহিবুল্লাহ খান তৌহিদ, কাউসার আহমেদ রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোলায়মান ইসলাম সালমান, ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাজনিন নাহার বিপা, উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইলিয়াস আহমেদ, দক্ষিণখান থানা ছাত্রলীগ এর সভাপতি শামিম আহমেদ বাপ্পিসহ আরো অনেকেই।

বৃক্ষরোপনের বিষয়ে ইব্রাহিম হোসেন প্রতিনিধিকে বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিন মাসব্যাপী বৃক্ষরোপন অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের প্রতিটি ইউনিট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাছের চারা রোপন করে যাচ্ছে। এই কর্মসূচি আগস্ট মাস পর্যন্ত চলবে।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক জুয়েল প্রতিনিধিকে বলেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগে সভাপতি ইব্রাহিম হোসেন ভাইয়ের নেতৃত্বে আমরা প্রথম থেকেই বৃক্ষরোপন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় উত্তরা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *