রাজধানীতে একদল সন্ত্রাসী ও মাদক কারবারিদের সঙ্গে র্যাবের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে ২ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় র্যাব-১ ও সন্ত্রাসীদের মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
র্যাব-১ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিয়াবাড়িতে র্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। একটি মোটর সাইকেলকে থামার সঙ্কেত দিলে আরোহীরা না থেমে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। গুলিবিদ্ধ দু’জনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা, ১০ হাজার টাকা পাওয়া গেছে।
নিহত দু’জনকে পুলিশ শনাক্ত করেছে। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাস করে মাদকের কারবার করে আসছিল।