গাজীপুর: গাজীপুর জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় নতুন করে আরো ৪২ জন আক্রান্ত হয়েছেন এ নিয়ে জেলায় মোট আক্রান্ত চার হাজার ১১৪ জন । নতুন আক্রান্ত ৪২ জন এর মধ্যে গাজীপুর সদরে ১৬, জন কালিয়াকৈরে ০২,জন, কালিগঞ্জে ০৩,জন ও কাপাসিয়ায় ০৩ জন আক্রান্ত হয়েছেন।এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৫০ জনের।
গাজীপুর সিভিল সার্জন অফিস আজ বৃহস্পতিবার এই তথ্য দেয়।
গাজীপুর সিভিল সার্জন অফিস এর সর্বশেষ হিসেবমতে, গাজীপুর জেলায় মোট আক্রান্ত ৪১১৪,জন। এর মধ্যে সদরেই দুই হাজার ৪৪৫ জন, কালিয়াকৈরে ৫০৬, জন, শ্রীপুরে ৫০৬ জন,কালিগঞ্জে ৩৬৬ জন, ও কাপাসিয়ায় ২৯১জন। মোট ২৯৮০৫ টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল দিয়েছে সিভিল সার্জন অফিস। গত ২৪ ঘন্টায় নমুনা পাঠিয়েছে ১১০ টি। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৭০১ জন। সিভিল সার্জন অফিসের হিসাব অনুযায়ী মোট আক্রান্ত ৪১১৪ জন আক্রান্ত থেকে সুস্থ হয়েছে ২৭০১। ৪১১৪ -২৭০১ = ১৪১৩ জন। গাজীপুর জেলায় এখনো আক্রান্ত আছে ১৪১৩ জন।