ঢাকা:স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে সরকার। বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
খুরশীদ আলম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক।
নানা বিতর্কের মুখে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ মঙ্গলবার পদত্যাগ করেন। বৃহস্পতিবার তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। অধ্যাপক আবুল কালাম আজাদের নিয়োগ বাতিলের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন ডিজি নিয়োগ দিয়েছে সরকার। নতুন নিয়োগ পাওয়া অধ্যাপক খুরশীদ আলম স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ৭ম ব্যাচের ছাত্র। তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সেক্রেটারি।