স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক হিসেবে ডা. ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আমিনুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত (ওএসডি) করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তাকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মাইক্রো ব্যাকটেরিয়াল ডিজিজ কন্ট্রোল-এমবিডিসি এর উপপরিচালক ছিলেন ডা. ফরিদ। তার আগে, মাদারীপুরে সিভিল সার্জনও ছিলেন তিনি।
গতকাল অধিদপ্তরের পরিচালক ডা. আমিনুল হাসানকে অব্যাহতি দেয়া হয়। এর আগে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা আর অনিয়মের তুমুল সমালোচনার মধ্যে পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।