গাজীপুর: ২১/০৭/২০ তারিখ গাজীপুর জেলার পশ্চিম জয়দেবপুর, শ্রীপুর এর দোখলা এবং জইনা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন চৌধুরী মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।
অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের দায়ে গ্যাস আইন, ২০১০ এর ১০(১) এর চ ধারায় ২ জন বাড়ির মালিক কে ১০০০০/- করে মোট ২০০০০/- জরিমানা এবং ১২(১) ধারায় শ্রীপুরের দখলা তে সুমন শেখ নামক অবৈধ গ্যাস সংযোগ প্রদানের মূল হোতা কে ৩০(ত্রিশ) দিনের কারাদণ্ড ও ৫০০০০/- জরিমানা করা হয়।
এছাড়াও শ্রীপুরের জৈনা বাজারে একটি ভবনের বেজমেন্টে কারখানা লাইসেন্স, ফায়ার লাইসেন্স ব্যতীত অনুমোদনবিহীন ভাবে সারিকা ফ্যাশন হাউস নামক গার্মেন্টস চালু রাখায় মালিক সাদেক খানকে ৭(সাত) দিনের কারাদণ্ড ও ৫০০০০/- অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানে তিতাস গ্যাস, ব্যাটালিয়ন আনসার এবং জেলা পুলিশ সহযোগিতা করেন।