ফেনীতে হাত পা বেঁধে বউ-শাশুড়িকে ধর্ষণ

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা

10309375_1443928932533070_3386222767824192991_n

গ্রাম বাংলা ডেস্ক: ফেনীতে বউ-শাশুড়িকে ধর্ষণের পর ডাকাতির ঘটনা ঘটিয়েছে দুবর্ত্তরা।

শনিবার রাত ২টার দিকে ফেনী জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের এক গ্রামে প্রবাসীর বাড়িতে বউ-শাশুড়িকে ধর্ষণের পর ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ডাকাতরা আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ প্রায় সাত লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত সূত্র জানায়, শনিবার রাত ২টার দিকে ১০/১২ জনের সশস্ত্র একদল ডাকাত তাদের বাড়ির ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। ডাকাতরা বাড়ির অন্য সদস্যদের হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রেখে বউ-শাশুড়িকেও বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।

পরে তারা আলমিরা ভেঙে আট ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্রসহ সাত লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই বাড়ির গৃহকর্তা ও তার ছেলেরা দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মোর্শেদ  জানান, ডাকাতদের ধরতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *