মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছেন বলে সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল ২০ই জুলাই সোমবার রাত আনুমানিক ১০টার দিকে, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড টেক মানিকপুর গ্রামের চাঁন্দু মোল্লার বাড়িতে।
এ সম্পর্কে স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, তুমুলিয়া ইউনিয়নের টেক মানিকপুর গ্রামের কাশেম মোল্লার ছেলে শফিকুল মোল্লা কুমিল্লার মেয়ে সুমা আক্তারকে বিয়ে করেন। বেশ কিছুদিন পূর্বে পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়ে বাহিরে ভাড়া বাড়িতে থাকতো। এতে কাশেম মোল্লা কষ্ট পেয়ে, নিজের খাল পাড়ের জমি ছেলেকে দিলে বর্তমানে শফিকুল সেখানেই, স্ত্রী সুমা আক্তার (২৫) এবং সাড়ে ৩ বছরের এক পুত্র ও ৪ মাস বয়সী এক কন্যা সন্তান নিয়ে থাকতো। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে, স্ত্রী সন্তানদের ঘুমে রেখে শফিকুল বিলে মাছ ধরতে যায়। ফজরের আযানের পর ঘরে ফিরে, স্ত্রী সুমা আক্তারকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁসরত ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
নিহতের সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিব হাসান বলেন, সুমা আক্তার নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মর্মে সংবাদ পেয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি স্বামী শফিকুল রাতে মাছ ধরতে গেলে সুমা গলায় ফাঁস দিয়ে, ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।